সংসার জীবন
- যাযাবর জীবন
জীবনটা বদলে যায়
খুব সহসায়, একটি মৃত্যুতে
মুহূর্তের ব্যবধানে,
মাথার ওপর ছাতা সরে গেলে
নতুন সংশয় নতুন জীবনে
কি হবে? কে জানে?
মাথার ওপর বটের ছায়া
ছায়ার তলে জীবন যাপন
নির্ভরতার সহজ জীবন
যখন ইচ্ছে যেমন তেমন;
মাথার ছাতা সরে গেলে
ওলট পালট মানব জীবন
নতুন করে বাঁচতে শেখা
বদলে যায় মনের ভুবন;
নতুন করে ছায়ার প্রয়োজনে
নতুন বটগাছ সংসার জীবনে
হাল ধরতেই হয় কাওকে না কাওকে
বেঁচে থাকতে, জীবনের প্রয়োজনে।
জীবনটা বদলে যায়
খুব সহসায়, দায়িত্ব মাথায় এলে
মুহূর্তের ব্যবধানে,
চারাগাছ মহীরুহ হয়ে ওঠে
ছায়া দেবার প্রয়োজনে
নতুন করে নতুন সংসার, নতুন জীবনে।
জীবন এগিয়ে চলে ঝড় ঝঞ্ঝা সয়ে
জীবনের প্রয়োজনে,
পুরনো বটবৃক্ষ রয়ে যায় শিক্ষক হয়ে
নতুন মহীরুহের মনে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন