যাত্রা
- যাযাবর জীবন
চারিদিকে মৃত্যুর পদধ্বনি
কাছের ও দূরের মানুষগুলো চলে যাচ্ছে বহু দূরে
খুব সহসাই, হঠাৎ করে;
কিছু করার নেই শুধুই চেয়ে থাকা
আর মাটির দেহ মাটির ঘরে শুইয়ে রেখে
মাটি চাপা দেয়া।
কারো কারো কাছে মৃত্যু মানে হিমঘরে বাস
কারো কাছে জীবনের সমাপ্তি
আমার কাছে নতুন এক জীবনের হাতছানি;
অপেক্ষায় আছি..................
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন