সুখে থাকা
- যাযাবর জীবন
আমি সুখে আছি আমার মত
তোমাদের মনে কেন জ্বালা তবে এত?
পুড়ে মরুক আগুনে পিপীলিকা যত.
আমি মহাসুখে আছি আমার মত।
আকাশ সুখে আছে চাঁদ তারা নিয়ে
চাঁদ সুখে আছে রাতে জ্যোৎস্না বিলিয়ে
মিটিমিটি হাসে অন্ধকারের তাঁরা
তোর প্রেমেতে আমি পাগল পারা
তুই সুখে থাক দিনের মত
সূর্যের হাসি থাকুক তোর মুখেতে যত
সুখবৃষ্টি তোর চালেতে টাপুর টুপুর
গালটোল হাসি তোর মুখে নৃত্য নূপুর
নদী সুখে থাকে ঢেউ বুকে নিয়ে
মাঝে মাঝে চর জেগে দেয় কাঁদিয়ে
তোর কথা মনে হলেই হৃদয় দেয় নাড়া
তোর প্রেমেতে আমি দিশেহারা।
আমি সুখে আছি আমার মত
তোমাদের মনে কেন জ্বালা তবে এত?
পুড়ে মরুক আগুনে পিপীলিকা যত.
আমি মহাসুখে আছি আমার মত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন