রবিবার, ১০ মে, ২০১৫

ভালোবাসার গল্প



ভালোবাসার গল্প
- যাযাবর জীবন

কেও একজন বড্ড ভালোবাসতো
সে কখনো ভালোবাসার কথা শুনতে চাইত না
শুধুই ভালোবাসতো,
মাঝে মাঝে স্বামীর অবতর্মানে ডাকতো বিছানায়
আমিও ধরে নিয়েছিলাম এটাই বোধহয় ভালোবাসা;
একদিন অনেক আবেগে ভালোবাসি বলতেই, তার সে কি অট্টহাসি!
চোখের নাচনে সুধায়
আরে বোকা ভালোবাসা কোথায়?
চেয়ে দেখো কি নিদারুণ ভালোবাসা এই বিছানায়
যখন তোমার ঘামে আমার শরীর ভিজে যায়,
তারপর এসির হাওয়ায় তোমার ঘাম শুকায়
আমার সাজানো অট্টালিকায় আমার ভালোবাসায়;
তোমার ভালোবাসা আমাকে নিয়ে যাবে শুধুই গাছতলায়?

তারপর ভালোবাসা মরে যায়
সে তার পথে
আমি কবিতার খাতায়।

ভালোবাসার গল্পগুলো কেন এমন হয়?




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন