বুধবার, ৬ মে, ২০১৫

স্বার্থপর



স্বার্থপর
- যাযাবর জীবন

আজ হৃদয় খুঁড়তেই পায়ের তলায় ভূমিকম্প
প্রণয় পচা গন্ধে তোর নাকে হাত
আমার বাড়ানো হাতে অন্ধকার;
প্রেম কেউটের লেজ ভেঙ্গে দিয়েছে ক্রমাগত উপেক্ষার বীণ
কাম এখন আর ফণা তোলে না রমণ ছোবলে
আজ চুমুতেও যেন ঘৃণার বিষ,
আমিই বড্ড স্বার্থপর প্রেমে ও কামে;

রানারের লন্ঠনের তেল ফুরোলে
স্বার্থপর জ্যোৎস্নাটাকে খুঁজে পাওয়া যায় না অন্ধকার রাতে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন