বুধবার, ১৩ মে, ২০১৫

পরাজয়



পরাজয়
- যাযাবর জীবন

দিনের মৃত্যুর আগে আকাশ বিমর্ষ লাল
অন্ধকার নেমে এলে জোনাকি ডানায় তারার ফুলঝুরি
রাত্রির আগমনে হৃদয়ে বাতি জ্বালিয়ে তুই
তারপর সারারাত দুজনার জ্যোৎস্নায় হলুদ স্নান
চাঁদ ডুবলে ক্লান্ত চোখে নিদ নামতেই স্বপ্নগুলো ঘুমকালো;
রাতেরও মৃত্যু ঘটে একসময় আজানের সাথে সাথে
আকাশ ডানায় নীল মেখে সকাল হেসে উঠতেই ঘুমের মৃত্যু,
আমি খাদ্যান্নেষনে;
সময় কোথায় সারাদিন প্রেম মনে করার?

..................হৃদয় হার মানে পেটের কাছে।

আবার দিনের মৃত্যুতে রাত জন্ম নিতেই
প্রেম হৃদয়ের কাছে,
এভাবেই ক্রমাগত:

একদিন আমারও মৃত্যু হবে
দিনের মত
রাতের মত
চাঁদের মত
ঘুমের মত;
আমার মৃত্যুতে প্রেমের কি আসে যাবে?

..................সেদিন না হয় তুই নতুন কারো স্বপ্নঘুমে।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন