তরঙ্গ
- যাযাবর জীবন
ভাব তরঙ্গের খেলায় মনে দোলা লাগলেই
হৃদয় মাঝে প্রেম তরঙ্গের ঢেউ;
মন তরঙ্গের নৌকা স্রোতের অনুকূলে তো প্রেম তরঙ্গ
নৌকার পালে অভিমানের উল্টো হাওয়া তো রাগ তরঙ্গ;
মনতরঙ্গে ঢেউ উঠলে তবেই না প্রেমতরঙ্গ
আর নয়তো তরঙ্গ তরঙ্গে সব জলে গেলে জলতরঙ্গ;
ভালোবাসার প্রচেষ্টা জলে গেলে শুধুই মন জ্বলে
মন জ্বালায় ভাবতরঙ্গে বুঁদ হলে তবেই কানে বাজে জলতরঙ্গের গান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন