মঙ্গলবার, ৫ মে, ২০১৫

মাশুল



মাশুল

- যাযাবর জীবন

স্বচ্ছতা ছিল তোর ভালোবাসায়
স্বচ্ছতা ছিল আমার ভালো না বাসায়;

অস্বচ্ছতা যদি কিছু থেকে থাকে তবে
সে তোর বোঝার ভুল
কিংবা আমার বোঝানোর ভুল;

আমার কি দায় পড়েছে ভুলের মাশুল গুনে যাওয়ার?
প্রতিবার।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন