বুধবার, ১৩ মে, ২০১৫

ভালোবাসা বৃত্ত


ভালোবাসা বৃত্ত

- যাযাবর জীবন

ভালোবাসা বৃত্তের কেন্দ্রে সবুজ প্রেম
প্রেমে বাসনা থাকবে না, তা কি হয়?
প্রেমের ঘাড়ের ওপর হলুদ কাম চড়ে রয়;
বৃত্তের ব্যাস জুড়ে কিছু লালচে রাগ, কিছু বেগুনি অভিমান
আর পুরোটা পরিধি জুড়ে কালো ঘৃণা;
যতদিন মনে প্রেম শরীরে কাম
ভালোবাসা জিন্দাবাদ
পরিধির বাস দৃষ্টির অসীমে
আর নয়তো
রাগ অভিমান সব উপচে পরিধি দৌড়ে চলে আসে বৃত্তের কেন্দ্রে
প্রেম ছাপিয়ে ঘৃণার কালো পুরো ভালোবাসার বৃত্তে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন