বৃহস্পতিবার, ২১ মে, ২০১৫

গরম



গরম
- যাযাবর জীবন

রোদ আজ বড্ড তেতে উঠেছে তোর রাগে
চিড়বিড়ে গরমে পক্ষীকুলের কি এসে যায়?
বৌ কথা কও জুটি এ গাছ থেকে সে গাছের ডালে
পরস্পর মেতে আছে আদরে সোহাগে;

রাগের মাথায় অভিমান ঢালিস না রোদ কমলে
বাঁধাস না কামজ্বর আমি ছাড়া একলা বিকেলে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন