বৃহস্পতিবার, ৭ মে, ২০১৫

কাগজ কলমের খেলা



কাগজ কলমের খেলা

- যাযাবর জীবন

কলম'তো কাগজে আঁকবেই
সুখ দুঃখ আনন্দ বেদনা
কিংবা ভালোবাসার কিছু গল্প
অথবা বিচ্ছেদের টুকরো কবিতা;
কেও পড়বে
কিংবা পড়বে না
তাতে কাগজের কিংবা কলমের কিছুই এসে যাবে না
সে তার মত করে লিখে যাবে জীবনের কথা।

কাগজ কলম হাতে থাকলে আমি আমার নই,
আমি লিখি না আমার কথা
আঁকি না সুখ দুঃখ আনন্দ বেদনার গাঁথা
লিখি না ভালোবাসা আর বিচ্ছেদের গান
দেখি না ফুল ফল নদী নালা
আঁকি না শীত গ্রীষ্ম কিংবা বসন্তের রূপ
দেখি না ক্ষুধা দেখি না জরা
আঁকি না সমাজের কলুষতার রূপরেখা
কিংবা নিশি কন্যার ঘরে কুলীনের পদচিহ্ন;
কাগজে কলম নানা রঙের অনুভূতি আঁকে
আমার অনুভূতি মরে গেছে;

আমি কিছুই দেখি না কাগজ দেখে
আমি কিছুই লিখি না কলম লিখে,
আমি কাগজ আর কলমের খেলা দেখি
ভোঁতা অনুভূতি'তে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন