ক্যানভাসে রাতের রং
- যাযাবর জীবন
জীবনের ক্যানভাসটা বড্ড অদ্ভুত
কারো কারো ক্যানভাসে রঙের ছড়াছড়ি
কেও আঁচর পড়ার আগেই ছুটি পেয়ে যায় জীবন থেকে
কারোর'টায় দোয়াত উল্টে কালোতে মাখামাখি;
আমার জীবন ক্যানভাসটার দিকে তাকিয়ে প্রতি রাতে ভাবি
আজ হয়তো তুলির একটি নতুন আঁচর পড়বে,
আর নয়তো প্রতি ভোরের মত ঘুম কিনে এনে
সূর্য'কে অন্ধকারে ঢেকে দেব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন