ব্যস্ততা
- যাযাবর জীবন
বাস্তবতা বদলে দিয়েছে আমার জীবন
জীবনের সাথে লড়াই করতে করতে বদলে গেছে তোরও মন;
আমার মোবাইল স্ক্রিনে এখন আর ভেসে ওঠে না
তোর অতি পরিচিত নাম্বারটি আগের মতন;
ইদানীং মিস কল লিস্ট দেখার দেখার কথাও ভুলে যাস বোধহয় তুই
যেখানে চুপটি করে রয়ে যায় আমার মোবাইল থেকে করা ফোন;
হাজার হোক মোবাইলে মোবাইলে অনেক দিনের পুরনো সম্পর্ক,
আমাদের যোগাযোগ আগের মত না হলেও সম্পর্ক কিন্তু রয়ে গেছে অনুভবে;
আর ভালোবাসা?
সে তো এখনো রয়েছে ঠিক সেই আগের মতন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন