সোমবার, ১৮ মে, ২০১৫

মানুষ ও পরীর গল্প



মানুষ ও পরীর গল্প
- যাযাবর জীবন

একটা মানুষ ছিল
ছন্নছাড়া

মন ছিল তার
প্রেমেভরা

একটা পরী ছিল
কোন অজানায়

ভাসতো সে তো
পাখির ডানায়

বাতাস এলো ঝড়ের ডানায়
মিললো দুজন এক ঠিকানায়
তারপর প্রেম হলো
গান হলো
কবিতা হলো
সংসার হলো,
তারও অনেক পরে এলো রাগ
তারপর অভিমান
তারপর গল্প
তারপর নাটক;

তারপর কি হলো দাদী?

অনেক রাত হয়েছে এবার ঘুমো তো বাছা;

না শেষটুকু শেষ কর তারপর ঘুমোব;

তারপর মনকম্পে বেসুরা সুর
তারপর হৃদকম্পে বিচ্ছেদ;

এবার ঘুমো

আগে বল বিচ্ছেদ হলো কেন?

আরে বোকা, মানুষ আর পরীতে প্রেম হয় না;

আমার গল্প ফুরলো তোর চোখে ঘুম মুড়লো।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন