শুক্রবার, ১৫ মে, ২০১৫

দুষ্টু ছেলের দল


দুষ্টু ছেলের দল
- যাযাবর জীবন

রকে একঝাঁক কুকুর বসা
দূর থেকে হেঁটে আসছে একটা নারীর অবয়ব
ধীরে ধীরে জিহ্বা বের হওয়ার সাথে লালা ঝরছে কুকুরদলের
মুখে কুই কুই আনন্দ ধ্বনি;
চেহারা দৃষ্টিগোচর হতেই একটা কুকুরের জিব মুখের ভেতর
দোস্ত আমার মা, আওয়াজ দিস না;

সামনে থেকে-
নারী মা হয়
নারী বোন হয়
নারী মেয়ে হয়;
পেছন থেকে সবাই নারী
ওড়না টানায় কুকুরের নেই জুড়ি।

কুকুরে ওড়না টানে
সুযোগ পেলে;
বাবা দুষ্টুমি বলে
ধরা খেলে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন