বেসুরাসুর
- যাযাবর জীবন
জ্বলন্ত উনুন
তোর রাগ,
মেঘ থমথম
তোর অভিমান,
শ্রাবণ ধারা
তোর কান্না,
জোয়ার ভাটা
তোর ভালোবাসা,
ঘণ্টায় ঘণ্টায় ঋতু পরিবর্তন
ষড়ঋতু তুই;
রৌদ্র দুপুরে তপ্ত মরুতে
বালি-কাঁথা গায়ে ভাত ঘুম দিতেই
ঝটিকা স্বপ্নে তোর আগমন;
আহা! কি সুখের সময়ই না ছিল সেটা!
কে বলেছিল প্রেম করতে?
ক্যাকটাসও জ্যোৎস্না দেখে
খেজুর কাঁটা আমার চোখে
ঝর্ণার কলতান পাহাড়ের কানে
আমি পূর্ণিমায় শুনি অমাবস্যা বেহাগ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন