শনিবার, ১৬ মে, ২০১৫

ঘুমবড়ি



ঘুমবড়ি
- যাযাবর জীবন

ঘুমের চাকা কখনো ঘড়ির দিকে
কখনো উল্টো দিকে,
দুচোখ ভরা ঘুম কিছুদিন কুম্ভকর্ণকে হার মানায়
তারপরের কিছুদিন চোখদুটি অর্ঘুম রয়ে যায়;
চোখ ঘুমেই থাক আর অর্ঘুমেই থাক
দুচোখে 'তোর' বাস;
দিনে সূর্যস্বপ্ন হয়ে
রাতে চন্দ্রস্বপ্ন হয়ে;

কিছু ঘুমবড়ি কিনতে চাই
চোখ স্বপ্নহীন করতে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন