মাটির যন্ত্র
- যাযাবর জীবন
মাটির ঢেলায় বড্ড সযতনে
ওপরওয়ালা পুতুল বানায় মাটি হতে,
ঐ ওপরে কোথাও বসে আপন মনে;
মাটির যন্ত্রে জীবন নামক চাবি দিয়ে
গড়িয়ে দেয় মাটির পৃথিবীতে;
তারপর ওপরে বসে
দম দেওয়া মাটির পুতুলের খেলা দেখে।
মাটির ঢেলা'কে আজকে না হয় শরীর বলে
মান অভিমান দুঃখ বেদনা
রাগ অনুরাগ ভালোবাসা ঘৃণা
কত অনুভূতির তরঙ্গই না খেলে
শরীর নামক এই মাটির যন্ত্রের ভেতর দিয়ে;
চাবির দম শেষ হলে
কাল'তো এ আবার শুধুই একদলা মাংস পিণ্ড হবে
মাটিতে পরে স্থবির শুয়ে রবে
তারপর মাটির পুতুল মাটিতে ঘরে যাবে,
তারপর?
মাটির ঢেলা সেই'তো আবার মাটিতে মিশে মাটি হবে।
এত অহংকার কেন হে, মাটির শরীরের ভেতরে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন