মূল্য
- যাযাবর জীবন
মন বদলের পালা শেষ হতে না হতেই
জন বদল,
কাল গত হতে না হতেই আগামীর চাকা রেলের পাতে;
ভালোবাসার কেজি বড্ড বেশী সস্তা দামে বিকোয় আজকাল।
কালের তিন কাল
সস্তার তিন অবস্থা;
চড়া দামে একটি মাত্র ভালোবাসা কিনেছিলাম কোন এক জনমে
কালের সাথে সাথে আজো চকচক করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন