সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫

সাদাকালো রঙ



সাদাকালো রঙ
- যাযাবর জীবন

সবার মনে রঙ
সবার মনে ঢং
সব রঙের মন সাজাতে হবে সব রঙে
সব ঢঙের মান ভাঙাতে হবে সব ঢঙে;
আমি না হয় সাদাকালোই রইলাম
বাস্তব মেনে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন