মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০১৭

দুই মানুষের বাস


দুই মানুষের বাস
- যাযাবর জীবন

লাখ লাখ ঘর
জঞ্জাল শহর
লাখ লাখ সংসার
আসলে কে যে কার!
লাখ লাখ দাম্পত্য
কত ভাগ বিশ্বস্ত?
নাকি শুধুই একসাথে বসবাস
আর ভালোবাসার সর্বনাশ;

একই মনের ঘরে দুই মানুষের বাস
প্রেম করে আর না করে,
একই ছাদের তলে দুই মানুষের বাস
ভালোবেসে আর না বেসে।




মন টুকরো



মন টুকরো
- যাযাবর জীবন

১।
তুই যে আমার জলকুমারী
তুই চাঁদনি রাত
অন্ধকারে যেদিন রব
রাখিস হাতে হাত....

২।
হাত তো রেখেছিস কবেই হাতে
মন ছুঁবি কবে?




৩।
এত ওড়ো কেন পাখি?
হরিণ অপেক্ষায় বনে।

৪।
এক রতি ভালোবাসার মূল্য জানিস?
এক পৃথিবী কেনা যায়
এক রতি ভালোবাসায়।

৫।
ঠোঁট চুমু খাওয়ার জন্য,
তুই শুধু কথা বলিস।

৬।
তোর ঠোঁটে ডুবতেই মন জ্যোৎস্না।



৭।
সব সৌন্দর্য কি আর আয়নায় দেখা যায়?
আমি অনুভবে দেখেছি তোকে;
এত চোখ ধাঁধায় নি আমাকে সূর্য।

৮।
অপেক্ষার প্রতিদান,
মন ভরা চুমু।

৯।
সবচেয়ে দামি
তোর চোখের পানি।

১০।
ইচ্ছে হলে দুপুর হবি
ইচ্ছে হলে রাত
ইচ্ছে হলে ভালোবেসে
রাখিস হাতে হাত।





জীবনের অহ্নেষণে



জীবনের অহ্নেষণে
- যাযাবর জীবন

জীবনের অহ্নেষণে বিসর্জন ছেলেবেলা
হাসিমুখে লাকড়ি কুড়ায় ভেবে নেয় খেলা
মা চুলায় অপেক্ষায়,
লাকড়িতে আগুন দিয়ে
নেভাবে পেটের জ্বালা।



মিলে মিশে



মিলে মিশে
- যাযাবর জীবন

ঠোঁট ছুঁয়ে চিবুক
গলা বেয়ে নিচে
চোখ বন্ধ সুখে
মন আবেশে
তুই আমি
মিলে মিশে।


শনিবার, ৭ জানুয়ারী, ২০১৭

বোঝাবুঝির পালা



বোঝাবুঝির পালা
- যাযাবর জীবন

তুই আমার কিছুই বুঝিস না;

বুঝিস না মুখের ভাষা
বুঝিস না মনের কথা
হাসি বুঝিস না
কান্না বুঝিস না
মান বুঝিস না
অভিমান বুঝিস না
আদর বুঝিস না
চুমু বুঝিস না
দিন বুঝিস না
রাত বুঝিস না
সূর্য বুঝিস না
তারা বুঝিস না
জ্যোৎস্না বুঝিস না
জোনাক বুঝিস না,
তোকে এত যে ভালোবাসি!
তাও বুঝিস না;

বোঝাবুঝির দায় বুঝি একার, আমার'ই?

কি করব তোকে নিয়ে বলতো?

থাক বলতে হবে না;
শুধু মনে'তে শুয়ে থাক ভালোবাসার ঘুমে।




শুক্রবার, ৬ জানুয়ারী, ২০১৭

ভণ্ড দরবেশ



ভণ্ড দরবেশ
- যাযাবর জীবন

তোর ব্রার গন্ধ শুঁকতেই
বাঁশ গজায় পাজামায়
ছত্রিশ নম্বর পাহাড়ে চড়তেই
তোর নদীতে জোয়ার,
তালের ভেলা নদীতে ফেলতেই
ডুব সাঁতার অথৈ জলে;
মাছেরা বীর্য ঠুকরে পোয়াতি হতেই
আমি গা ধুয়ে আবার ধ্যান দরবেশ;

ভণ্ডামি তোর, আমার সবার মাঝেই;
দোষ হয় ভালোবাসার।



হিবিজিবি মনকথা



হিবিজিবি মনকথা
- যাযাবর জীবন

১।
রাতের সাথে অন্ধকারের দীর্ঘ আলাপ
চোখের সাথে আমার;
তুই ঘুম নিয়ে যাবার পরে।

২।
আয় দুপুর চেনাই তোকে
চোখ বন্ধ চুমুতে
ঠোঁট কেঁপে উঠলো কি?
তবে তো মন ছুঁয়ে দিয়েছি।

৩।
জেগে থাকে রাত
জাগে চোখ, মন উদাস
প্রহর দোলে পেন্ডুলামে
মন দোলে তোতে।

৪।
একা একা কত আর স্বপ্ন দেখা যায়?
রাতও তো এক সময় ঘুমিয়ে পরে সূর্যের কোলে;
এবার তুই চাঁদনি হ।

৫।
অপেক্ষার প্রতিদান
মন ভরা চুমু।

৬।
অঙ্কে আমি বড়ই কাঁচা
চুমু গুনতে পারি না।

৭।
রাত কাঁদে
তুই ঘুমিয়ে গেলে।

৮।
কি এমন চাহিদা আমার?
চাওয়ার মধ্যে তোর মন
আর খাওয়ার মধ্যে চুমু;
ভালোবাসা তো আর খাওয়াতে পারবি না!

৯।
আসলে কি জানিস?
আমার আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল তোর শরীর;
তুই কেন মন দিয়ে ফেললি?
এখন আমার শুধুই রাত জাগা।

১০।
কবি'কে খুঁজছ কেন?
রাত্রি কবিতা হয় প্রেমে,
প্রেমিকের কলমে।











মন-স্বপ্ন



মন-স্বপ্ন
- যাযাবর জীবন

আসলে কি জানিস?
আমি তোর খুব কাছাকাছি যাই না কখনো;

যদি তোর চোখে হারাই!
যদি চুমু খেতে ইচ্ছে করে ঠোঁটে!
যদি নেমে যাই তোর শরীরে বেয়ে নীচে!

যদি ভুল হয়ে যায়!
যদি ভালোবেসে ফেলি!

তবে তো তুইও রাত হয়ে যাবি আমার মত;
তার থেকে আমি একাই অন্ধকার হই
মন-স্বপ্নে তোতে।

সময়ের দৌড়



সময়ের দৌড়
- যাযাবর জীবন

দৌড়চ্ছে সময় আলোর গতিতে
পিছিয়ে যাচ্ছিস তুই বহু বহু দূরে,
অনেক অনেক দিন দেখি নি তোকে
কথা হয়নি মন খুলে তোর সাথে;
মন পোড়ে
মন পোড়ে
তোর জন্য,
তোতে।


বন্ধ মনের জানালা




বন্ধ মনের জানালা
- যাযাবর জীবন

তোর নির্ঘুম রাতে যখন দুষ্ট হাওয়া চুমু খেয়ে যায় চোখে
কখনো মনে এসেছে কেও একজন ভালোবাসে তোকে?

আয় রাত চেনাই তোকে
চোখ বন্ধ চুমুতে
ঠোঁট কেঁপে উঠলো কি?
তবে তো মন ছুঁয়ে দিয়েছি।



অপূর্ণতা



অপূর্ণতা
- যাযাবর জীবন

মাঝে মাঝে মন
মাঝে মাঝে তুই
মাঝে মাঝে রাত
তোতে উদাস;

মাঝে মাঝে চোখ
মাঝে মাঝে ঠোঁট
মাঝে মাঝে স্বপ্ন
তোর অনুভব;

কিছু কিছু কথা
নির্ঘুম রাত
কিছু কিছু ব্যথা
মন উদাস;

কিছু কিছু চাওয়া
পূর্ণতা কোথা?
কিছু কিছু রাত
তোর অনুভব।


বুধবার, ৪ জানুয়ারী, ২০১৭

হতাশা



হতাশা
- যাযাবর জীবন

ভালোবাসি তোরে এ কথাটি
আজকেই বলে ফেল দেখি
বাঁচা মরা ওপরওয়ালার হাতে
কালকের ভরসা কি?

দ্বিধা দ্বন্দ্বে ভুগে বলা হয় না
মনের কথা প্রিয়জনে
হারিয়ে গেলে ভালোবাসা
হতাশা রয়ে যায় মনে।

টুকরো কথা



টুকরো কথা
- যাযাবর জীবন
১।
ভালোবাসা শুধুই একটি নাম
কাব্যের ভাষায়;
অনুভব বোঝে প্রেমিক........

২।
শীতের সকালও উষ্ণ হয় তোর ঠোঁটে.....


৩।
লেপমুড়ি শীত তোর
আমার কুয়াশার ভোর

৪।
সকাল রোদের
তুই আমার

৫।
মনাকাশে নানা রঙের মোহের মেঘ ভেসে রয়
বরফে হৃদয় ঘষে কি আর ভালোবাসা হয়?

৬।
সে একটা সম্পর্ক
তুই পুরো নারী.........

৭।
তোর সাথে জ্যোৎস্নায় ভেজার বড্ড সাধ
অমাবস্যার আর্তনাদ কবে শুনেছে চাঁদ?

৮।
আমার চোখে নিজেরে দেখ
দেখিস নে আয়নায়
দুনিয়ার যত রূপবতী
লুটায় তোর পায়







মনের ভাঁজে তুই



মনের ভাঁজে তুই
- যাযাবর জীবন

দুপুর ভেজে রোদে
চাঁদনি ভেজে চাঁদে
আমি ভিজি তোতে
তুই মনের ভাঁজে


নতুন অপেক্ষা



নতুন অপেক্ষা

- যাযাবর জীবন

তোর 31st উদযাপন
আমার দিকে আরও এক পা এগুলো মরণ
আজ আরেকটি নতুন ভোর
আরও একটি নতুন সূর্য তোর
আজ আমার চুপ
অপেক্ষা সূর্য ডোবার......

যোগ বিয়োগ



যোগ বিয়োগ
- যাযাবর জীবন

আজকের সূর্য ডোবা
আরেকটি বছরের সমাপ্তি
নতুন দিনের দিকে এক পা এগোনো
বয়সের সাথে আরো একটি বছর যোগ
কিংবা জীবন থেকে একটি বছর বিয়োগ;

কিছু তিক্ত সময়
কিছু মধুর স্মৃতি
কিছু প্রেম
কিছু অনুভূতি
অন্ধকার হয়ে গেলো সূর্য ডোবার সাথে
নতুন সূর্যের দিকে
সবাই চেয়ে আছে;

বছর শেষে নতুন বর্ষ পালন
নতুন সূর্যে ঘুরে ঘুরে
নতুন নতুন মানুষ জীবনে আসে নতুন বন্ধু হয়ে
পুরনো কিছু বন্ধু চলে গেছে ঘুমের দেশে
হৃদয় ঘরে রয়ে যায় তারা, স্মৃতি হয়ে।

অনুভবের খোঁজ



অনুভবের খোঁজ
- যাযাবর জীবন

ভালোবাসা সম্পর্ক নয়
অনুভব বুঝে নিতে হয়
কেও চারিদিকে খুঁজে মরে
না খুঁজেই হৃদয় ঘরে;

কথায় কি আর কবিতা হয়?
ভালোবাসা বুঝে নিতে হয়।


প্রেমের বর্ণমালা



প্রেমের বর্ণমালা
- যাযাবর জীবন

মন ছুঁয়ে দিয়ে কটাক্ষ দূর থেকে
তোকেই মানায়, নারী;
আমার ভালবাসা, তোর খেলা খেলা
কবিতা এঁকে যায় প্রেমের বর্ণমালা........

অযাচিত ভালোবাসা



অযাচিত ভালোবাসা
- যাযাবর জীবন

চাওয়া আর পাওয়ার মাঝে ফারাক বিস্তর,
বিস্তর ফারাক ভালোবাসার মাঝে;
অযাচিত ভালোবাসায় বড্ড বিব্রত লাগে,
আমি জোনাক চাইতে তুই তারা পেড়ে দিলে
আকাশের কি হবে?

এবার ভালোবাসার রাশ টেনে ধর
নয়তো নদী হব দুজনেই।


অন্য এক সময়ে



অন্য এক সময়ে

- যাযাবর জীবন

রেলের চাকায় কু ঝিক ঝিক
পিছলে যাচ্ছে সময়
পেছনে শহর
পেছনে তুই........

আবার দেখা হবে অন্য কোন এক দিন
অন্য কোন শহরে
অন্য কোন সময়ে......

আবার চায়ের কাপে চুমু খাব দুজনে
একসাথে,
চোখে চোখ রেখে।


প্রকৃতি ও মন




প্রকৃতি ও মন
- যাযাবর জীবন

ঢলে পড়েছে সূর্য
বিকেলের মন খারাপ
অনেক কথা বলার ছিল তোকে
শেষ হয় নি তোর সাথে আলাপ;

প্রকৃতি জুড়ে বিষণ্ণতার ছোঁয়া
বিষণ্ণতা মনে
মনের রঙ বদল আকাশের রঙে
পাতা ঝরছে বনে বনে;

মন কি প্রকৃতির অংশ?
না আমার?
প্রশ্নটা রয়ে যায় মনে।


অনুভবের বোধ



অনুভবের বোধ
- যাযাবর জীবন

চুমু তো খাচ্ছিই ধোঁয়া ওঠা চায়ের কাপে
সেই ভর সন্ধ্যে থেকে
চায়ের গরম অনুভূতিই শুধুই ঠোঁটে
হৃদয়ে অনুভূতি কোথায়?
চায়ের কাপে যদি ঠোঁটের ওমই থাকতো
তবে আর চুমুর দরকার কোথায়?
বিছানা তো গরম হয়েই যায়
লেপ কম্বলের ওমে
তবু তোকেই কেন যে চাই?
জড়িয়ে ধরে ঘুমে;

এ কে কি কাম বলে?
উঁহু!
তবে কি নির্ভরতা?
উঁহু!
তবে?
?
?
?
আচ্ছা থাক.........



আমি ভালোবাসা বুঝি না।


অনন্ত দূর



অনন্ত দূর

- যাযাবর জীবন

অনন্ত দূর, দূর নয়
ভালোবাসার কাছে
আমি আলোকবর্ষ পাড়ি দিচ্ছি
পৌছুতে তোর কাছে।

অনেক যুগ পরে



অনেক যুগ পরে
- যাযাবর জীবন

আমার রাত তোর সাথে
অন্ধকারের সাথে কোজাগরী রাত তোর;

এখানে কোথাও বাতিঘর নেই
সমান্তরাল রেলের পাতে পিছল কুয়াশা
চিড়ল পাতায় জ্যোৎস্না ছলকাচ্ছেনা কোথাও
দূরে কোথায় জানি মদনটাক ডাকছে
চা বাগানে ঝিঁঝিঁপোকার গানের ধ্বনি
দুজনে হাতে হাত রেখে
কান পেতে পাহাড়ের বাকবাকুম শুনি,
সভ্যতাকে মনআড়ালে লুকিয়ে নিতেই
কানে তোর ফিসফিস - "ভালবাসি";

জোনাকের সাথে তারা জ্বলছে
অন্ধকারে তোর চোখ
জ্বলছে ভালোবাসা
পুড়ছে মন
আজ রাতটা তোর হোক;

তারপর অনেক যুগ কেটে গেলে
আবার এমনি কোন এক কোজাগরী রাতে
আকাশের ছাদ সরে গেলে
যখন দুজন পাশাপাশি ভিজব শিশিরে,
সেদিনও কি এমনি বলবি ভালোবাসি?
এমনি গভীর আবেগে?


ডুব দেয়া রাত



ডুব দেয়া রাত
- যাযাবর জীবন

কি জানিস তুই আমার গ্লানি?
শিশিরে কত ধুয়ে যায় কান্না
সন্ধ্যের কুয়াশায় মিশে কত চোখের পানি;

আমি জানি
আমি জানি,
আমি জানি তোর মন খারাপ
চিনি তোর কান্না
তোর চোখের পানি;

এখানে কাল ছিল আমার
এখানে আজ আমাদের
কাল আবার হবে আমার
একার;

মাঝে কিছু স্মৃতি
কিছু কথা
কিছু অনুভব
আর একটি রাত
আমাদের দুজনার;

সময়ের পায়ে সময় গড়ায়
সন্ধ্যার গায়ে চুমু খায় রাত
চল আমরাও রাত হই
ঠোঁটে ঠোঁট ডুবে।


স্বপ্নের রাত



স্বপ্নের রাত
- যাযাবর জীবন

শীতের রাত
রেলের চাকায় ঘূর্ণন
কামরাতে আমরা দুজন
জানালা খুলতেই হিমেল হাওয়া
বাইরে ঝিরিঝিরি কুয়াশা
ঠোঁটের ওমে ঠোঁট
চায়ের কাপে চুমুক
বুকের ওপর তুই;

চুমুকে চুমুকে চুমু
কথার বিরতি
ভালোবাসার গুনগুনানি
ঠোঁটে ঠোঁট ছুঁই
তারপর দু-জনা একসাথে
কফির কাপে চুমুক
বুকের ওপর তুই।

সময় দৌড়চ্ছে রেলের চাকায়
ঝমঝম ঝমঝম;
চাঁদ দৌড়চ্ছে আমাদের সাথে
শনশন শনশন;

নামছি আমি তোর মাঝে
নামছি
নামছি
নামছি........

ইশশ, রাতটা যদি শেষ না হতো!