মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০১৭

দুই মানুষের বাস


দুই মানুষের বাস
- যাযাবর জীবন

লাখ লাখ ঘর
জঞ্জাল শহর
লাখ লাখ সংসার
আসলে কে যে কার!
লাখ লাখ দাম্পত্য
কত ভাগ বিশ্বস্ত?
নাকি শুধুই একসাথে বসবাস
আর ভালোবাসার সর্বনাশ;

একই মনের ঘরে দুই মানুষের বাস
প্রেম করে আর না করে,
একই ছাদের তলে দুই মানুষের বাস
ভালোবেসে আর না বেসে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন