মন-স্বপ্ন
- যাযাবর জীবন
আসলে কি জানিস?
আমি তোর খুব কাছাকাছি যাই না কখনো;
যদি তোর চোখে হারাই!
যদি চুমু খেতে ইচ্ছে করে ঠোঁটে!
যদি নেমে যাই তোর শরীরে বেয়ে নীচে!
যদি ভুল হয়ে যায়!
যদি ভালোবেসে ফেলি!
তবে তো তুইও রাত হয়ে যাবি আমার মত;
তার থেকে আমি একাই অন্ধকার হই
মন-স্বপ্নে তোতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন