বুধবার, ৪ জানুয়ারী, ২০১৭

অনেক যুগ পরে



অনেক যুগ পরে
- যাযাবর জীবন

আমার রাত তোর সাথে
অন্ধকারের সাথে কোজাগরী রাত তোর;

এখানে কোথাও বাতিঘর নেই
সমান্তরাল রেলের পাতে পিছল কুয়াশা
চিড়ল পাতায় জ্যোৎস্না ছলকাচ্ছেনা কোথাও
দূরে কোথায় জানি মদনটাক ডাকছে
চা বাগানে ঝিঁঝিঁপোকার গানের ধ্বনি
দুজনে হাতে হাত রেখে
কান পেতে পাহাড়ের বাকবাকুম শুনি,
সভ্যতাকে মনআড়ালে লুকিয়ে নিতেই
কানে তোর ফিসফিস - "ভালবাসি";

জোনাকের সাথে তারা জ্বলছে
অন্ধকারে তোর চোখ
জ্বলছে ভালোবাসা
পুড়ছে মন
আজ রাতটা তোর হোক;

তারপর অনেক যুগ কেটে গেলে
আবার এমনি কোন এক কোজাগরী রাতে
আকাশের ছাদ সরে গেলে
যখন দুজন পাশাপাশি ভিজব শিশিরে,
সেদিনও কি এমনি বলবি ভালোবাসি?
এমনি গভীর আবেগে?


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন