অনুভবের বোধ
- যাযাবর জীবন
চুমু তো খাচ্ছিই ধোঁয়া ওঠা চায়ের কাপে
সেই ভর সন্ধ্যে থেকে
চায়ের গরম অনুভূতিই শুধুই ঠোঁটে
হৃদয়ে অনুভূতি কোথায়?
চায়ের কাপে যদি ঠোঁটের ওমই থাকতো
তবে আর চুমুর দরকার কোথায়?
বিছানা তো গরম হয়েই যায়
লেপ কম্বলের ওমে
তবু তোকেই কেন যে চাই?
জড়িয়ে ধরে ঘুমে;
এ কে কি কাম বলে?
উঁহু!
তবে কি নির্ভরতা?
উঁহু!
তবে?
?
?
?
আচ্ছা থাক.........
।
।
।
আমি ভালোবাসা বুঝি না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন