বোঝাবুঝির পালা
- যাযাবর জীবন
তুই আমার কিছুই বুঝিস না;
বুঝিস না মুখের ভাষা
বুঝিস না মনের কথা
হাসি বুঝিস না
কান্না বুঝিস না
মান বুঝিস না
অভিমান বুঝিস না
আদর বুঝিস না
চুমু বুঝিস না
দিন বুঝিস না
রাত বুঝিস না
সূর্য বুঝিস না
তারা বুঝিস না
জ্যোৎস্না বুঝিস না
জোনাক বুঝিস না,
তোকে এত যে ভালোবাসি!
তাও বুঝিস না;
বোঝাবুঝির দায় বুঝি একার, আমার'ই?
কি করব তোকে নিয়ে বলতো?
থাক বলতে হবে না;
শুধু মনে'তে শুয়ে থাক ভালোবাসার ঘুমে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন