শুক্রবার, ৬ জানুয়ারী, ২০১৭

অপূর্ণতা



অপূর্ণতা
- যাযাবর জীবন

মাঝে মাঝে মন
মাঝে মাঝে তুই
মাঝে মাঝে রাত
তোতে উদাস;

মাঝে মাঝে চোখ
মাঝে মাঝে ঠোঁট
মাঝে মাঝে স্বপ্ন
তোর অনুভব;

কিছু কিছু কথা
নির্ঘুম রাত
কিছু কিছু ব্যথা
মন উদাস;

কিছু কিছু চাওয়া
পূর্ণতা কোথা?
কিছু কিছু রাত
তোর অনুভব।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন