বুধবার, ৪ জানুয়ারী, ২০১৭

টুকরো কথা



টুকরো কথা
- যাযাবর জীবন
১।
ভালোবাসা শুধুই একটি নাম
কাব্যের ভাষায়;
অনুভব বোঝে প্রেমিক........

২।
শীতের সকালও উষ্ণ হয় তোর ঠোঁটে.....


৩।
লেপমুড়ি শীত তোর
আমার কুয়াশার ভোর

৪।
সকাল রোদের
তুই আমার

৫।
মনাকাশে নানা রঙের মোহের মেঘ ভেসে রয়
বরফে হৃদয় ঘষে কি আর ভালোবাসা হয়?

৬।
সে একটা সম্পর্ক
তুই পুরো নারী.........

৭।
তোর সাথে জ্যোৎস্নায় ভেজার বড্ড সাধ
অমাবস্যার আর্তনাদ কবে শুনেছে চাঁদ?

৮।
আমার চোখে নিজেরে দেখ
দেখিস নে আয়নায়
দুনিয়ার যত রূপবতী
লুটায় তোর পায়







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন