স্বপ্নের রাত
- যাযাবর জীবন
শীতের রাত
রেলের চাকায় ঘূর্ণন
কামরাতে আমরা দুজন
জানালা খুলতেই হিমেল হাওয়া
বাইরে ঝিরিঝিরি কুয়াশা
ঠোঁটের ওমে ঠোঁট
চায়ের কাপে চুমুক
বুকের ওপর তুই;
চুমুকে চুমুকে চুমু
কথার বিরতি
ভালোবাসার গুনগুনানি
ঠোঁটে ঠোঁট ছুঁই
তারপর দু-জনা একসাথে
কফির কাপে চুমুক
বুকের ওপর তুই।
সময় দৌড়চ্ছে রেলের চাকায়
ঝমঝম ঝমঝম;
চাঁদ দৌড়চ্ছে আমাদের সাথে
শনশন শনশন;
নামছি আমি তোর মাঝে
নামছি
নামছি
নামছি........
ইশশ, রাতটা যদি শেষ না হতো!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন