বুধবার, ৪ জানুয়ারী, ২০১৭

অনুভবের খোঁজ



অনুভবের খোঁজ
- যাযাবর জীবন

ভালোবাসা সম্পর্ক নয়
অনুভব বুঝে নিতে হয়
কেও চারিদিকে খুঁজে মরে
না খুঁজেই হৃদয় ঘরে;

কথায় কি আর কবিতা হয়?
ভালোবাসা বুঝে নিতে হয়।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন