ডুব দেয়া রাত
- যাযাবর জীবন
কি জানিস তুই আমার গ্লানি?
শিশিরে কত ধুয়ে যায় কান্না
সন্ধ্যের কুয়াশায় মিশে কত চোখের পানি;
আমি জানি
আমি জানি,
আমি জানি তোর মন খারাপ
চিনি তোর কান্না
তোর চোখের পানি;
এখানে কাল ছিল আমার
এখানে আজ আমাদের
কাল আবার হবে আমার
একার;
মাঝে কিছু স্মৃতি
কিছু কথা
কিছু অনুভব
আর একটি রাত
আমাদের দুজনার;
সময়ের পায়ে সময় গড়ায়
সন্ধ্যার গায়ে চুমু খায় রাত
চল আমরাও রাত হই
ঠোঁটে ঠোঁট ডুবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন