শুক্রবার, ৬ জানুয়ারী, ২০১৭

সময়ের দৌড়



সময়ের দৌড়
- যাযাবর জীবন

দৌড়চ্ছে সময় আলোর গতিতে
পিছিয়ে যাচ্ছিস তুই বহু বহু দূরে,
অনেক অনেক দিন দেখি নি তোকে
কথা হয়নি মন খুলে তোর সাথে;
মন পোড়ে
মন পোড়ে
তোর জন্য,
তোতে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন