শুক্রবার, ৬ জানুয়ারী, ২০১৭

হিবিজিবি মনকথা



হিবিজিবি মনকথা
- যাযাবর জীবন

১।
রাতের সাথে অন্ধকারের দীর্ঘ আলাপ
চোখের সাথে আমার;
তুই ঘুম নিয়ে যাবার পরে।

২।
আয় দুপুর চেনাই তোকে
চোখ বন্ধ চুমুতে
ঠোঁট কেঁপে উঠলো কি?
তবে তো মন ছুঁয়ে দিয়েছি।

৩।
জেগে থাকে রাত
জাগে চোখ, মন উদাস
প্রহর দোলে পেন্ডুলামে
মন দোলে তোতে।

৪।
একা একা কত আর স্বপ্ন দেখা যায়?
রাতও তো এক সময় ঘুমিয়ে পরে সূর্যের কোলে;
এবার তুই চাঁদনি হ।

৫।
অপেক্ষার প্রতিদান
মন ভরা চুমু।

৬।
অঙ্কে আমি বড়ই কাঁচা
চুমু গুনতে পারি না।

৭।
রাত কাঁদে
তুই ঘুমিয়ে গেলে।

৮।
কি এমন চাহিদা আমার?
চাওয়ার মধ্যে তোর মন
আর খাওয়ার মধ্যে চুমু;
ভালোবাসা তো আর খাওয়াতে পারবি না!

৯।
আসলে কি জানিস?
আমার আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল তোর শরীর;
তুই কেন মন দিয়ে ফেললি?
এখন আমার শুধুই রাত জাগা।

১০।
কবি'কে খুঁজছ কেন?
রাত্রি কবিতা হয় প্রেমে,
প্রেমিকের কলমে।











কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন