বুধবার, ৪ জানুয়ারী, ২০১৭

অন্য এক সময়ে



অন্য এক সময়ে

- যাযাবর জীবন

রেলের চাকায় কু ঝিক ঝিক
পিছলে যাচ্ছে সময়
পেছনে শহর
পেছনে তুই........

আবার দেখা হবে অন্য কোন এক দিন
অন্য কোন শহরে
অন্য কোন সময়ে......

আবার চায়ের কাপে চুমু খাব দুজনে
একসাথে,
চোখে চোখ রেখে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন