শুক্রবার, ৬ জানুয়ারী, ২০১৭

ভণ্ড দরবেশ



ভণ্ড দরবেশ
- যাযাবর জীবন

তোর ব্রার গন্ধ শুঁকতেই
বাঁশ গজায় পাজামায়
ছত্রিশ নম্বর পাহাড়ে চড়তেই
তোর নদীতে জোয়ার,
তালের ভেলা নদীতে ফেলতেই
ডুব সাঁতার অথৈ জলে;
মাছেরা বীর্য ঠুকরে পোয়াতি হতেই
আমি গা ধুয়ে আবার ধ্যান দরবেশ;

ভণ্ডামি তোর, আমার সবার মাঝেই;
দোষ হয় ভালোবাসার।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন