বুধবার, ৪ জানুয়ারী, ২০১৭

প্রকৃতি ও মন




প্রকৃতি ও মন
- যাযাবর জীবন

ঢলে পড়েছে সূর্য
বিকেলের মন খারাপ
অনেক কথা বলার ছিল তোকে
শেষ হয় নি তোর সাথে আলাপ;

প্রকৃতি জুড়ে বিষণ্ণতার ছোঁয়া
বিষণ্ণতা মনে
মনের রঙ বদল আকাশের রঙে
পাতা ঝরছে বনে বনে;

মন কি প্রকৃতির অংশ?
না আমার?
প্রশ্নটা রয়ে যায় মনে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন