মন টুকরো
- যাযাবর জীবন
১।
তুই যে আমার জলকুমারী
তুই চাঁদনি রাত
অন্ধকারে যেদিন রব
রাখিস হাতে হাত....
২।
হাত তো রেখেছিস কবেই হাতে
মন ছুঁবি কবে?

৩।
এত ওড়ো কেন পাখি?
হরিণ অপেক্ষায় বনে।
৪।
এক রতি ভালোবাসার মূল্য জানিস?
এক পৃথিবী কেনা যায়
এক রতি ভালোবাসায়।
৫।
ঠোঁট চুমু খাওয়ার জন্য,
তুই শুধু কথা বলিস।
৬।
তোর ঠোঁটে ডুবতেই মন জ্যোৎস্না।

৭।
সব সৌন্দর্য কি আর আয়নায় দেখা যায়?
আমি অনুভবে দেখেছি তোকে;
এত চোখ ধাঁধায় নি আমাকে সূর্য।
৮।
অপেক্ষার প্রতিদান,
মন ভরা চুমু।
৯।
সবচেয়ে দামি
তোর চোখের পানি।
১০।
ইচ্ছে হলে দুপুর হবি
ইচ্ছে হলে রাত
ইচ্ছে হলে ভালোবেসে
রাখিস হাতে হাত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন