বুধবার, ৪ জানুয়ারী, ২০১৭

হতাশা



হতাশা
- যাযাবর জীবন

ভালোবাসি তোরে এ কথাটি
আজকেই বলে ফেল দেখি
বাঁচা মরা ওপরওয়ালার হাতে
কালকের ভরসা কি?

দ্বিধা দ্বন্দ্বে ভুগে বলা হয় না
মনের কথা প্রিয়জনে
হারিয়ে গেলে ভালোবাসা
হতাশা রয়ে যায় মনে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন