যোগ বিয়োগ
- যাযাবর জীবন
আজকের সূর্য ডোবা
আরেকটি বছরের সমাপ্তি
নতুন দিনের দিকে এক পা এগোনো
বয়সের সাথে আরো একটি বছর যোগ
কিংবা জীবন থেকে একটি বছর বিয়োগ;
কিছু তিক্ত সময়
কিছু মধুর স্মৃতি
কিছু প্রেম
কিছু অনুভূতি
অন্ধকার হয়ে গেলো সূর্য ডোবার সাথে
নতুন সূর্যের দিকে
সবাই চেয়ে আছে;
বছর শেষে নতুন বর্ষ পালন
নতুন সূর্যে ঘুরে ঘুরে
নতুন নতুন মানুষ জীবনে আসে নতুন বন্ধু হয়ে
পুরনো কিছু বন্ধু চলে গেছে ঘুমের দেশে
হৃদয় ঘরে রয়ে যায় তারা, স্মৃতি হয়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন