মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৭

রাতের জোয়ার ভাটা



রাতের জোয়ার ভাটা
- যাযাবর জীবন

অন্ধকার পুড়ে গিয়ে রাত
দেহ পুড়ে কাম
রাত বাড়তেই বাড়তে থাকে শরীর
নদী খোঁজে মাছ
পুরুষের কাম-সাঁতার;

স্খলনে পানি বেড়ে জোয়ার
বোকা নারী চন্দ্রমাস গুনে ভাটায় পোয়াতি হয়ে।



সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭

স্বার্থে মানুষ



স্বার্থে মানুষ
- যাযাবর জীবন

স্বার্থে মানুষ অমানুষ
অমানুষের কখনো মানুষ অভিনয়, স্বার্থে;

কুকুর পালা ভালো মানুষ থেকে।


ভালোবাসার জানালা


ভালোবাসার জানালা
- যাযাবর জীবন

তোর মন পুরোটাই জানালা
ভালোবাসার রোদ ঢোকে,
আমি পুরোটাই অন্ধকার
জানিনা কার শোকে।


সুখী দাম্পত্য



সুখী দাম্পত্য
যাযাবর জীবন

স্পর্শে অনুভব
স্পর্শে অনুভূতি
স্পর্শে শিহরণ
ভালোবাসার গতি;

কেও আছে
খুব কাছে
সারারাত বুকের কাছে
অষ্টেপিষ্টে জড়িয়ে আছে
যখন তখন যেভাবে খুশি
সারারাত ধরে
বুকের ভেতরে;

”সুখী দাম্পত্য”
ভালোবাসায় জড়াজড়ি।


ভালোবাসার অপচয়




ভালোবাসার অপচয়

- যাযাবর জীবন

কতটুকু ভালোবাসিস?
ঝড়ের ঝাপটা কোথায়?
অনেক অনেকদিন পরে
ফিসফিস ভালোবাসার মৃদু বাতাস শিষ দিয়েছিল কানে
দেখা হতে তোর ঘরে।

সেই প্রথম দেখার কথা মনে আছে?
কি প্রচণ্ড ভালোবাসায় চেপে ধরেছিলি বুকের খাঁচায়;

সেদিনও ভালোবাসা ছিল
ঝড়ের মত;

আমার তোকে ভালোবাসতে না পারা
কাছে আসায় দ্বিধা
অনিচ্ছা উদাসীনতায়
এক সময় তোর ভালোবাসার গাছটাকেই শুকিয়ে দিলো;

পানি সার আলো বাতাস না পেলে কি আর প্রাণ বাঁচে?
গাছেরও তো প্রাণ আছে
সে ক্যাকটাস হোক কিংবা অর্কিড, প্রেমের।

তুই ভালোবাসার গাছ বাইছিলি, আমি শীতল জলে বরফ
তুই প্রেমের গান গাইছিলি আমার মন কালা,
বরফে শীতল তোর বীতশ্রদ্ধ ভালোবাসা;

সেদিন তুই নামছিলি
নামছিলি
নামছিলি
ভালোবাসার খাঁদে,
আর আমি?
হিমাংকের হিম ঘরে পাথর;

এখন মাঝে মাঝে কোন কোন কালোরাতে মন হয়
কি অপচয়ই না করেছিলি সবুজ ভালোবাসার!
বরফ গায়ে দিয়ে।





আবশ্যিক


আবশ্যিক
- যাযাবর জীবন

এখনো বিয়ে হয় নি তার।
বাচ্চাটি কাঁদছিল মায়ের স্তনে মুখ গুঁজে,

বাচ্চার বাবা কোথায়?

বাচ্চা হওয়ার জন্য বিয়ে আবশ্যিক নয়।




প্রস্থান



প্রস্থান
- যাযাবর জীবন


এক সময় না এক সময় চলে যেতেই হয়
এক সময়, সময় ফুরোয়
এক সময় বিদায়;

প্রস্থান, স্থান থেকে
সময় থেকে
জীবন থেকে।


মেঘাকাশ




মেঘাকাশ
- যাযাবর জীবন

আকাশে ঝড়
মন বৃষ্টি
তুই কান্না
অনাসৃষ্টি

আকাশ তোর মন
মেঘ যখন তখন
বৃষ্টির কান্না
তোর চোখে আর না।


অচেনা আবেগ



অচেনা আবেগ
- যাযাবর জীবন

মুখে হাসি মনে কান্না
আবেগ কাকে বলো?
মন তুমি রাতের সাথে চলো;
তুই কান্না দেখতে চাস জ্যোৎস্নায়
অমাবস্যার কান্না কে দেখতে পায়?
মনের নাকি মন খারাপ
আবেগ চেনা হলো না আমার।


মনের বাঁধ



মনের বাঁধ
- যাযাবর জীবন

ভাংনের শব্দ,
নদীর কুলকুল ঢেউ
কারো ভেসে যাওয়া
কারো ডুব
ঘর হারা কেউ কেউ;

গাছের শুধুই ভেসে চলা,
পাড়ে কি এসে যায়?
কিংবা ঘরে।
সকালের বৃষ্টি বলে গেছে বিচ্ছেদ আগত
এবার মনের বাঁধ চোখে।


ভালোবাসার নাও


ভালোবাসার নাও
- যাযাবর জীবন

সবাই চড়তে চায় ভালোবাসার নায়
স্বার্থের কালো মেঘ সম্পর্কে ছায়
অনর্থের ঝড় অর্থের চাহিদায়
ভালোবাসা ভেসে যায় জ্যোৎস্নার কান্নায়।




আধভাঙা কথা



আধভাঙা কথা
- যাযাবর জীবন

আজ রৌদ্র আকাশ ভেজা বাতাস
তুই আর সুনসান নিস্তব্ধ নীরবতা;
আজ কানে কানে ভালোবাসার গুনগুনানি
আর আধাপ্রেমের আধভাঙা কথা!


অচেনা আমি



অচেনা আমি
- যাযাবর জীবন

জানালার ওপারে জানালা
পাখি উড়ে যায়
আমি দৃষ্টি প্রতিবন্ধী,
অন্ধকারে চাঁদনি দেখি;

দরজার ওপারে দরজা
ঝনঝন কড়ানাড়া
আমি শব্দ প্রতিবন্ধী,
কানে তোর নূপুরধ্বনি;

আয়নার ওপারের মানুষটা মাঝে মাঝে বড্ড অচেনা।


বাস্তবতার চাঁদ


বাস্তবতার চাঁদ
- যাযাবর জীবন

সকালের ঘুম ভাঙে কুয়াশায়
গুটিশুটি ঘুমে তুই,
সূর্য উঠলেই ঘুম ভাঙবে স্বপ্নের
তারপর আবার যে যার চাঁদে।


শ্যাওলা



শ্যাওলা
- যাযাবর জীবন


পাথরের বুক চিরে পানি
পাহাড়ের কান্না
যতক্ষণ তোর বুকে আমি
ততক্ষণ তোর চোখে পানি
সময়ের শ্যাওলায় স্যাঁতস্যাঁতে মন
ভালোবাসায় শ্যাওলা পড়ে না।


পাহারাদার



পাহারাদার
- যাযাবর জীবন

সারাটা দিনের ক্লান্তিতে বুকে মাথা রাখতেই তুই ঘুম,
আমি অন্ধকার পাহারা দেই রাত্রি থেকে।


চাওয়া পাওয়ার ফারাক



চাওয়া পাওয়ার ফারাক
- যাযাবর জীবন

রোদ উঠতেই তুই
হারিয়ে যাস জ্যোৎস্নায়
আমি চাঁদনির খোঁজে
সূর্য তোরে চায়

মন বৃষ্টি



মন বৃষ্টি
- যাযাবর জীবন

রোদ কপাল চুমতেই সকাল
তুই ঠোঁট বেয়ে নেমে যেতেই বৃষ্টি
ভিজতে হয় আমাকেই
রোদ বৃষ্টি ঝড়ে
যখনই তোকে মনে পড়ে;

শার্সি চুইয়ে আলো আসে
সূর্য অনেক দূরে, ওপাশে;
মন চুইয়ে ভালোবাসা
তুই দূরদেশে;
কাঁদছ কেন আকাশ?
আমার সাথে সাথে।


আকাশ ও নারী


আকাশ ও নারী
- যাযাবর জীবন

এখানকার আকাশ আর তোর মন
যেন দুজনার দুজন;
আমি কাওকেই বুঝতে পারি না
না বৃষ্টি না কান্না;

আকাশ ও নারী।

মনে ডুব



মনে ডুব
- যাযাবর জীবন


এত সাধ ঠোটে ডুবার?
মনে ডুবতে পারে কজন?
আমি ডুবেছি তোতে
তোতেই সারাজীবন।


ওড়া



ওড়া
- যাযাবর জীবন

উড়ছ কেন আকাশ?
মেঘ হব;
ডানা ভাঙা পাখি ভালোবাসা উড়ে যেতে দেখে।




একলা


একলা
- যাযাবর জীবন

একলা আমি
একলা তুই
একলা নদীর পার,
একলা ঘরে যেতে হবে
বড্ড অন্ধকার।



ভ্যালেণ্টাইন চেনা


ভ্যালেণ্টাইন চেনা
- যাযাবর জীবন

তোর ভালোবাসা চৌদ্দতে সীমাবদ্ধ
একদিন সারাদিন ঠোঁটেঠোঁটে সীমিত,
আমার বেঁচে থাকা তোরই জন্য
আর ভালোবাসা তিনশত পঁয়ষট্টি দিনই জীবিত;
ভ্যালেণ্টাইন চেনার দরকার হয় তোর
আমার ভালোবাসা সারা বছর,
তোর জন্য
শুধু তোরই জন্য।


সাধ


সাধ
- যাযাবর জীবন

এমন সুন্দর চাঁদ হয়?
চাঁদনি তো আমার নয়
জ্যোৎস্না যখন আকাশ ভাঙে
মরতে বড় সাধ হয়....


স্মৃতির দ্বৈরথ


স্মৃতির দ্বৈরথ
- যাযাবর জীবন

পথ চলি আমি
আমার সাথে পথ
চলে জীবন
স্মৃতির দ্বৈরথ,
থেমে আছিস তুই
স্মৃতির পাতায়
কবিতা হয়ে
ভালোবাসার খাতায়,
বাইরে কুয়াশা
বাষ্প চশমায়
ভেতরে তুই
ভালোবাসার কান্নায়।


পথ চেয়ে তোতে ছেয়ে



পথ চেয়ে তোতে ছেয়ে

- যাযাবর জীবন

চাঁদ এলো জ্যোৎস্না এলো মন ছুঁয়ে দিয়ে
রাত এলো ঘুম এলো চোখ ছুঁয়ে ছুঁয়ে
তুই আসতেই প্রেম এলো মন কেড়ে নিয়ে
আদর এলো সোহাগ এলো ঠোঁটে ঠোঁট ছুঁয়ে;
একদিন চলে গেলি কান্না চোখে দিয়ে
তুই যেতেই বৃষ্টি এলো মনখারাপের মেয়ে
ঝড় হলো তুষার হলো তুই চলে গিয়ে
দিন এলো দিন গেলো রাত্রি পিঠে নিয়ে;
আর আমি?
এখনো তারা গুনি তোর পথ চেয়ে
এখনো চাঁদ আঁকি চাঁদনি বুকে নিয়ে,
ওগো ও চাঁদনি মেয়ে
ওরে ও জ্যোৎস্না মেয়ে
দিনরাত্রির অষ্টপ্রহর তোতেই আছি ছেয়ে।



ঝরে পরার অপেক্ষা



ঝরে পরার অপেক্ষা
- যাযাবর জীবন

বৃষ্টি পরছে
তুষারও ঝরছে
তুই কবে ঝরে পরবি বুকে?
আমি অপেক্ষায় আছি বসে।


বিষণ্ণ



বিষণ্ণ
- যাযাবর জীবন


বিষণ্ণ আমি
বিষণ্ণ তুই
আজ বিষণ্ণ প্রকৃতি,
মেঘ ভাসছে
আকাশ ঝরছে
অজানা মনের গতি।


বর্ষার ঠোঁটে চুমু


বর্ষার ঠোঁটে চুমু
- যাযাবর জীবন

শীতের ঠোঁটে কি আর চুমু খাওয়া যায়?
বর্ষার ঠোঁটে চুমু যথেচ্ছায়।


মেঘের চাদর



মেঘের চাদর

- যাযাবর জীবন

মেঘ মেঘ শীত নগরী
বৃষ্টি বৃষ্টি আকাশ
স্যাঁতস্যাঁতে মন ভারিভারি আজ
ভেজা ভেজা তীব্র বাতাস;

শীতল শীতল বরফ অনুভুতি
ঠোঁট ফেটে ফেটে কাঠ
সকাল ঘুমায় মেঘের চাদরে
চুমু খাবি কোথা আজ?


রাতের উপহাস


রাতের উপহাস
- যাযাবর জীবন

এখানে বুকের ভেতর মনের খুব কাছে
হৃদয় ঘরে
কে যেন বাস করে
কে যেন ডাকে মোরে;
তুই? না অন্য কেও?
ওখানে সারারাত চাঁদ জ্বলে
তারা জ্বলে
অন্ধকার জ্বলে
কে যেন তাকিয়ে থাকে রাতভর চোখ মেলে;
তুই? না অন্য কেও?
কে জবাব দেবে?
নিরুত্তর রাত হাসে উপহাসে।


মনের ফানুস



মনের ফানুস
- যাযাবর জীবন

শীতের কিছু আমেজ আছে
মনের আছে গান
মেঘের কিছু সুর আছে
বৃষ্টির আছে তান;

আমার শুধুই তুই আছিস
তোর অনেক মানুষ
বরফ শীতে বৃষ্টির গান
উড়াই মনের ফানুস।


তোর আমার রাত



তোর আমার রাত
- যাযাবর জীবন

আকাশে তারা খসতেই টুপ করে ঝরে পড়লি বুকে
আদরে জড়িয়ে নিতেই কানে তোর ফিসফিসানি, ভালোবাসি;
আর ঠোঁটে ঠোঁট রেখে ভালোবাসায় মাতামাতি
তারপর তুই আমি চাঁদের দেশে;

থাকুক না জ্যোৎস্নার ওপাশে আধার
আজ রাতটা শুধুই তোর আর আমার।



ভালোবাসার কান্না



ভালোবাসার কান্না
- যাযাবর জীবন

উড়তে উড়তে পাখি
ডানা তোর কাছে
ভাসতে ভাসতে মাছ
আলো তোর হাতে;

আমি তো কেবল ভালোবেসেছি,
তুই কাঁদাস দিনরাতে।



মনের রঙ



মনের রঙ
- যাযাবর জীবন


মনে তুলি ছোঁয়াতেই মন
তুই চোখ ছুঁয়ে দিতেই রঙ,
স্পর্শে অনুভব
অনুভবে তুই
রঙ এ রাজ্যে রঙিন হয়ে রই;
তারপর চোখ মেলতেই রাত্রি
স্বপ্নজগৎ আমার নয়।


আমি তুই



আমি তুই
- যাযাবর জীবন

কফির কাপে সন্ধ্যা
আলো আঁধারে
আমি তুই চোখে ঠোঁটে
মন আড়ালে....




বরফের লেপ




বরফের লেপ
- যাযাবর জীবন


বরফের লেপ গায়ে ঘুমায় বরফ
আমি তোর বুকের ওমে।



নিস্কৃয় স্বকিয়তা



নিস্কৃয় স্বকিয়তা
- যাযাবর জীবন

ঠাণ্ডার নিজস্ব স্বকিয়তা থাকে
স্বকিয়তা কিছু তোর
আমি নিস্কৃয় সেদিন থেকে
যেদিন তুই আমার ভোর....



বরফ ঠোঁট



বরফ ঠোঁট
- যাযাবর জীবন

বরফের পাহাড় বরফ
তোর বরফ মন বরফ
আমি তো বরফ হয়েছি কবেই, তোতে;
আয় চুমু খেয়ে যা বরফ ঠোঁটে।





গন্ধ



গন্ধ
- যাযাবর জীবন

মুখে কিছু গেলেই পেছনে গন্ধ
সকলেরই পিছে;
মানুষের নাক মানুষের পিছে
কুকুর হাসে;
আমরা মানুষ হব কবে?
গন্ধ না শুঁকে।

অকারণ ভাঙন



অকারণ ভাঙন
- যাযাবর জীবন

দেখেছি নদীর ভাঙন
ভাংতে দেখেছি পার
ভাংতে দেখেছি মানুষ
ভেংগেছে কত সংসার;

ভাংছে সম্পর্ক
ভাংছিস তুই প্রতিদিন মিহি টুকরায়
অকারণ ভাঙন সংসার জীবন
পৃথিবীতে কে যে কার!



হাসি কান্নায় তুই



হাসি কান্নায় তুই
- যাযাবর জীবন

তোর জন্য হাসি
কাঁদাস তুই'ই
তুই দিন
তুই'ই রাত্রি
চাঁদ তোর জন্য
চাঁদনি তুই'ই;
আমি তো কেবল ভালোবাসি,
ভালোবাসা তুই
তুই
তুই
আর
তুই'ই।


পাথরে চুমু



পাথরে চুমু
- যাযাবর জীবন

পাথরে আছড়ে পড়া ঢেউ
বাতাসে কনকনে ঠাণ্ডা
ঠোঁট ফেটে রক্ত
পেঁজা বরফ লাল;

চূমু খাবি শুষ্ক ঠোঁটে?
তবে আয়,
কনকনে শীতে
ভেজাতে আমায়।


স্থান



স্থান
- যাযাবর জীবন

সময় উড়ছে পাখির ডানায়
আমি ঘোড়ার রেসে
তুই কেন মিছেমিছিই
চোখে বসিস এসে.....




মেঘের তুলো
- যাযাবর জীবন

উড়তে উড়তে আকাশ
আকাশ অনেকগুলো
ধরতে গেলে বরফ
ঠাণ্ডা মেঘের তুলো।



শেখা


শেখা
- যাযাবর জীবন

প্রতিদিন শিখছি
শিখছি নতুম কিছু না কিছু
শিখছি বেঁচে থাকা
বেঁচে থেকে মরে যাওয়া,
শিখছি ঘৃণা
শিখছি ভালোবাসা;
তোকে শিখব কবে?


ঠোকর


ঠোকর
- যাযাবর জীবন

রূপালি বরফ রোদ পড়ে চকচক
রূপালি পাহাড়ে,
সোনালী কথাগুলো মনের ভাগারে;
বন্ধ চোখে পুরনো স্মৃতিপট
চোখের নিমিষে পাড় হয়ে যায় সময়,
মনের আড়ালে তুই টুকি দিতেই
কবিতা আঁঁকা হয় ভালোবাসার কালিতে
মনের ক্যানভাসে;

সময়ের ঠোঁকর কাকাতুয়ার ঠোঁটে,
তুই ঠুকরে যাস আমারে।



আয়নার চরিত্র



আয়নার চরিত্র
- যাযাবর জীবন

আয়নার ওপারে অনেকগুলো আমি,
অনেকগুলো চরিত্রে,
আয়নাও ক্লান্ত অভিনয় দেখে দেখে;
নিত্য অভিনয় করে যেতে হয় আমাকে
সময়ের সাথে সাথে
চরিত্র মেপে
চরিত্রের সাথে;
আমার ক্লান্ত হওয়ার সময় কোথায়?


বরফ বিলাস



বরফ বিলাস
- যাযাবর জীবন

আজ ঠাণ্ডা বাতাসে
আজ বরফ ঝরছে আকাশে
আজ তুই চুপ
আজ আমি চুপ
আজ ঠোঁট চুপ ঠোঁটে;
আজ বৃষ্টি বিলাস
আজ বরফ বিলাস।



চুমুর স্রোত



চুমুর স্রোত
- যাযাবর জীবন

এখানে ঠাণ্ডা ভিষন
রৌদ্র ওঠে নি আজ
চাঁদ কুয়াশার আড়ালে
জ্যোৎস্নার হয় নি তাই সাজ;
তুই চোখ বুজতেই আমি ঘুমস্বপ্ন
ভালোবেসে চোখ চুমি
লেপমুড়ি ঠান্ডায় গুটিশুটি
তোর ওমবুকে শুয়ে আমি;

চল বরফ ভেজাই
চুমুর স্রোতে।


জুড়ি



জুড়ি

- যাযাবর জীবন

আকাশ জোড়া মেঘ
মন আকাশ,
মেঘের ওপর রৌদ্র গরম
মনের ভাপে বাতাস;
আয় চুমু খেয়ে যা
ঠোঁট গরম করে;
শীত কাটাতে তোর জুড়ি মেলা ভার।


গন্তব্য



গন্তব্য
- যাযাবর জীবন

তুই হেঁটে যাস পিছু ফেলে ছায়া
আমি দেখি তোর ফেলে যাওয়া মায়া
তোর গন্তব্য বহুবিধ পথে
আমার গন্তব্য শুধুই তুই।


ভাসা



ভাসা

- যাযাবর জীবন

চোখ দিয়ে শুরু
ঠোঁটে ঠোঁট আঠা,
উদলা বুকে জ্যোৎস্না পড়তেই তোর লজ্জা
লজ্জা পেলে কি সাঁতার দেয়া যায় নদীতে?
মেঘ এসে ঢেকে দিল চাঁদ
ঢেকে দিল তোকে
ঢেকে দিল লজ্জা;
গরম হচ্ছে শীত রাত
ঠোঁট থেকে বুকে
নাভি থেকে খালে,
ভরা-কাটালের জোয়ার ডাকছে নদীতে
ভাসিয়ে নিতে প্রেম
ভাসিয়ে নিতে আমাকে।




অন্ধ প্রেম



অন্ধ প্রেম

- যাযাবর জীবন

অবৈধ প্রেমে ভেঙ্গে পড়তেই তোর দিন অন্ধকার
নির্ঘুম রাতের আহ্বান দুচোখে;
তুই সূর্যই দেখিস নি
চাঁদনি দেখবি কি করে?
অবুঝ প্রেমে অন্ধ হয়ে।

ডুব



ডুব
- যাযাবর জীবন

ঠোঁটে যদি না'ই ডুবলাম
তবে প্রেম হলো কোথায়?

ইচ্ছে



ইচ্ছে
- যাযাবর জীবন

শরীরের ভেতর শরীর ঢুকলেই কাম
কামে দীক্ষার প্রয়োজন হয় না
রক্তে পশুর যৌবন এলে;
মনের ভেতর মন ঢুকলে তবেই না প্রেম,
প্রেম তো মানুষেই করে
মনে মন মিলে গেলে;
গাছের শুধুই বংশ বিস্তার,
গাছকে প্রেম শিখিয়েছে কে, কবে?
আমার পাহাড় হতে ইচ্ছে করে
তুই ঝর্ণা হলে।


অতৃপ্তি



অতৃপ্তি
- যাযাবর জীবন

তোকে ভালোবাসতে গিয়ে
চাঁদ অমাবস্যা
আমি রাত্রি
রাত অন্ধকার;
তবুও তোকে ভালোবাসা হলো না আমার।


সংজ্ঞা




সংজ্ঞা
- যাযাবর জীবন

তোর চোখ চেয়ে সেদিন বলতে চেয়েছিলাম "ভালোবাসি"
মন বলতে দেয় নি;

টেবিলের দুপাশে বসে
চোখে চোখ চেয়ে
শুধুই জুসের গ্লাসে চুমু,
ঠোঁট তৃপ্ত হয় নি;

আদতে ভালোবাসা কি হয় নি?
চোখে চোখে?
মনে মনে?
অতৃপ্ত ঠোঁটে?
তবে তো ভালোবাসার সংজ্ঞা লিখতে হবে, নতুন করে।


নিখোঁজ



নিখোঁজ
- যাযাবর জীবন

অন্ধকারে তো সবাই হারাতে পারে
তুই হারিয়ে গিয়েছিস জ্যোৎস্নায়........




মনের আব্রু
- যাযাবর জীবন

আকাশ ঝরলে না হয় ছাতা;
মনে ঝরলে?
তুই কোথা?