ঠোকর
- যাযাবর জীবন
রূপালি বরফ রোদ পড়ে চকচক
রূপালি পাহাড়ে,
সোনালী কথাগুলো মনের ভাগারে;
বন্ধ চোখে পুরনো স্মৃতিপট
চোখের নিমিষে পাড় হয়ে যায় সময়,
মনের আড়ালে তুই টুকি দিতেই
কবিতা আঁঁকা হয় ভালোবাসার কালিতে
মনের ক্যানভাসে;
সময়ের ঠোঁকর কাকাতুয়ার ঠোঁটে,
তুই ঠুকরে যাস আমারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন