সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭

ভ্যালেণ্টাইন চেনা


ভ্যালেণ্টাইন চেনা
- যাযাবর জীবন

তোর ভালোবাসা চৌদ্দতে সীমাবদ্ধ
একদিন সারাদিন ঠোঁটেঠোঁটে সীমিত,
আমার বেঁচে থাকা তোরই জন্য
আর ভালোবাসা তিনশত পঁয়ষট্টি দিনই জীবিত;
ভ্যালেণ্টাইন চেনার দরকার হয় তোর
আমার ভালোবাসা সারা বছর,
তোর জন্য
শুধু তোরই জন্য।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন