সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭

শেখা


শেখা
- যাযাবর জীবন

প্রতিদিন শিখছি
শিখছি নতুম কিছু না কিছু
শিখছি বেঁচে থাকা
বেঁচে থেকে মরে যাওয়া,
শিখছি ঘৃণা
শিখছি ভালোবাসা;
তোকে শিখব কবে?


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন