সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭

ইচ্ছে



ইচ্ছে
- যাযাবর জীবন

শরীরের ভেতর শরীর ঢুকলেই কাম
কামে দীক্ষার প্রয়োজন হয় না
রক্তে পশুর যৌবন এলে;
মনের ভেতর মন ঢুকলে তবেই না প্রেম,
প্রেম তো মানুষেই করে
মনে মন মিলে গেলে;
গাছের শুধুই বংশ বিস্তার,
গাছকে প্রেম শিখিয়েছে কে, কবে?
আমার পাহাড় হতে ইচ্ছে করে
তুই ঝর্ণা হলে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন