সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭

আয়নার চরিত্র



আয়নার চরিত্র
- যাযাবর জীবন

আয়নার ওপারে অনেকগুলো আমি,
অনেকগুলো চরিত্রে,
আয়নাও ক্লান্ত অভিনয় দেখে দেখে;
নিত্য অভিনয় করে যেতে হয় আমাকে
সময়ের সাথে সাথে
চরিত্র মেপে
চরিত্রের সাথে;
আমার ক্লান্ত হওয়ার সময় কোথায়?


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন