সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭

মেঘের চাদর



মেঘের চাদর

- যাযাবর জীবন

মেঘ মেঘ শীত নগরী
বৃষ্টি বৃষ্টি আকাশ
স্যাঁতস্যাঁতে মন ভারিভারি আজ
ভেজা ভেজা তীব্র বাতাস;

শীতল শীতল বরফ অনুভুতি
ঠোঁট ফেটে ফেটে কাঠ
সকাল ঘুমায় মেঘের চাদরে
চুমু খাবি কোথা আজ?


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন