সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭

ভালোবাসার কান্না



ভালোবাসার কান্না
- যাযাবর জীবন

উড়তে উড়তে পাখি
ডানা তোর কাছে
ভাসতে ভাসতে মাছ
আলো তোর হাতে;

আমি তো কেবল ভালোবেসেছি,
তুই কাঁদাস দিনরাতে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন