সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭

চুমুর স্রোত



চুমুর স্রোত
- যাযাবর জীবন

এখানে ঠাণ্ডা ভিষন
রৌদ্র ওঠে নি আজ
চাঁদ কুয়াশার আড়ালে
জ্যোৎস্নার হয় নি তাই সাজ;
তুই চোখ বুজতেই আমি ঘুমস্বপ্ন
ভালোবেসে চোখ চুমি
লেপমুড়ি ঠান্ডায় গুটিশুটি
তোর ওমবুকে শুয়ে আমি;

চল বরফ ভেজাই
চুমুর স্রোতে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন