সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭

ভাসা



ভাসা

- যাযাবর জীবন

চোখ দিয়ে শুরু
ঠোঁটে ঠোঁট আঠা,
উদলা বুকে জ্যোৎস্না পড়তেই তোর লজ্জা
লজ্জা পেলে কি সাঁতার দেয়া যায় নদীতে?
মেঘ এসে ঢেকে দিল চাঁদ
ঢেকে দিল তোকে
ঢেকে দিল লজ্জা;
গরম হচ্ছে শীত রাত
ঠোঁট থেকে বুকে
নাভি থেকে খালে,
ভরা-কাটালের জোয়ার ডাকছে নদীতে
ভাসিয়ে নিতে প্রেম
ভাসিয়ে নিতে আমাকে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন