সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭

ভালোবাসার অপচয়




ভালোবাসার অপচয়

- যাযাবর জীবন

কতটুকু ভালোবাসিস?
ঝড়ের ঝাপটা কোথায়?
অনেক অনেকদিন পরে
ফিসফিস ভালোবাসার মৃদু বাতাস শিষ দিয়েছিল কানে
দেখা হতে তোর ঘরে।

সেই প্রথম দেখার কথা মনে আছে?
কি প্রচণ্ড ভালোবাসায় চেপে ধরেছিলি বুকের খাঁচায়;

সেদিনও ভালোবাসা ছিল
ঝড়ের মত;

আমার তোকে ভালোবাসতে না পারা
কাছে আসায় দ্বিধা
অনিচ্ছা উদাসীনতায়
এক সময় তোর ভালোবাসার গাছটাকেই শুকিয়ে দিলো;

পানি সার আলো বাতাস না পেলে কি আর প্রাণ বাঁচে?
গাছেরও তো প্রাণ আছে
সে ক্যাকটাস হোক কিংবা অর্কিড, প্রেমের।

তুই ভালোবাসার গাছ বাইছিলি, আমি শীতল জলে বরফ
তুই প্রেমের গান গাইছিলি আমার মন কালা,
বরফে শীতল তোর বীতশ্রদ্ধ ভালোবাসা;

সেদিন তুই নামছিলি
নামছিলি
নামছিলি
ভালোবাসার খাঁদে,
আর আমি?
হিমাংকের হিম ঘরে পাথর;

এখন মাঝে মাঝে কোন কোন কালোরাতে মন হয়
কি অপচয়ই না করেছিলি সবুজ ভালোবাসার!
বরফ গায়ে দিয়ে।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন